আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন।
আরও পড়ুন: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার পার্থকে গ্রেফতার করা হয়।
ডিবিপ্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ব্যারিস্টার পার্থকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: একাদশে ভর্তির সময় বাড়ল, ক্লাস শুরু ৬ আগস্ট
আন্দালিব রহমানের দলীয় নেতাকর্মীদের ধারণা, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ২২০৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জেবি/এসবি