ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪


ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ - ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ।


বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এতথ্য জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”


আরও পড়ুন: একাদশে ভর্তির সময় বাড়ল, ক্লাস শুরু ৬ আগস্ট


সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।


আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন ধ্বংস মানতে পারছি না: প্রধানমন্ত্রী


পার্থ এক সময় বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।


জেবি/এসবি