যুবদল কর্মী বাবর হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি খালাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে চারজনকে খালাস এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৮ মার্চ) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন- তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহীদ ও পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন। খালাস পাওয়া চারজন হলেন- গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ, মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার ও কালা মুন্সি।
জানা গেছে, ২০১৬ সালের ৩০ আগস্ট লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামির ফাঁসির রায় দেন বিচারিক আদালত। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
প্রসঙ্গত, ২০০৩ সালের ৮ মার্চ রাতে বাবর মিয়াকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জি আই/