ইমরান খানের ইউটিউব চ্যানেল থেকে 'প্রধানমন্ত্রী' বাদ, টিক চিহ্ন উধাও!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইমরান খানের ইউটিউব চ্যানেল থেকে 'প্রধানমন্ত্রী' বাদ, টিক চিহ্ন উধাও!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে অপসারণের লক্ষ্যে পার্লামেন্টে অনাস্থা প্রভাবের সময়সীমা শেষ না হতেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে 'প্রধানমন্ত্রী' শব্দটি বাদ দেওয়া হয়েছে। আর এ কারণে তার চ্যানেলের ভেরিফায়েড টিক চিহ্নটিও উধাও।

ইউটিউবের নিয়ম অনুযায়ী, যেসব ইউটিউব চ্যানেল ভেরিফায়েড সেগুলোর নামের পাশে টিক চিহ্ন থাকে। তবে কোনো চ্যানেলের নাম পরিবর্তন করলে সেটির ভেরিফায়েড টিক পরিবর্তন করা হয়।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয় হতে তার নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি চালু করে। প্রধানমন্ত্রীর যাবতীয় কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতেই চ্যানেলটি খোলা হয়।

ইউটিউব চ্যানেলে ইমরান খানের নামের পাশ থেকে 'প্রধানমন্ত্রী' শব্দটি বাদ দেওয়ার কারণ জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পাকিস্তান সরকারের ডিজিটাল মিডিয়া উইং ইমরান গাজ্জালি বলেন, তিনি শুধু টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে আছেন। ইউটিউব চ্যানেল তিনি পরিচালনা করেন না।

মূলত বিরোধী দল সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার পরই নাম পরিবর্তনের ঘটনা ঘটে।

সূত্র: জিও টিভি

জি আই/