আবু সাঈদের মৃত্যু নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ২৬শে জুলাই ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে। সেখানে আগুন দিয়েছে, গাড়ি টারি তো পুড়িয়েছেই বাড়ির ভিতরেও আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের ওপর হামলা করেছে। হ্যাঁ একজন পুলিশের গুলিতে মারা গেছে, যেই মারা যাক সে তো বাবা মায়ের সন্তান। আমরা সেজন্য সত্যিই দুঃখ প্রকাশ করি।’
শুক্রবার (২৬ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সরকার প্রধান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। আমরা তার দাফন-কাফনের সব ব্যবস্থা করে দিয়েছিলাম।’
চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সম্বনয়ক ছিলেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার সেলসহ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। ত্রিমুখী এ সংঘর্ষে মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেওয়া আবু সাঈদ নিহত হন।
এমএল/