নরসিংদী কারাগার থেকে পালানো আসামি রৌমারীতে গ্রেফতার

গ্রেফতার মামুন রৌমারী উপজেলার রতনপুর এলাকার শাহিনুরের ছেলে
বিজ্ঞাপন
নরসিংদী কারাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া (৩২)কে গ্রেফতার করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ। গ্রেফতার মামুন রৌমারী উপজেলার রতনপুর এলাকার শাহিনুরের ছেলে।
জানা গেছে, রবিবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রতনপুর এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা। এ বিষয়ে সোমবার (২৯ জুলাই) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন- কোটা আন্দোলনের সময় নরসিংদী জেলার কারাগার ভেঙে ৮২৬ জন আসামি পালানোর সময় সেই সুযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া পালিয়ে নিজ বাড়িতে চলে এসেছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএল/