নরসিংদী কারাগার থেকে পালানো আসামি রৌমারীতে গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

নরসিংদী কারাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া (৩২)কে গ্রেফতার করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ। গ্রেফতার মামুন রৌমারী উপজেলার রতনপুর এলাকার শাহিনুরের ছেলে।
জানা গেছে, রবিবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রতনপুর এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা। এ বিষয়ে সোমবার (২৯ জুলাই) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন- কোটা আন্দোলনের সময় নরসিংদী জেলার কারাগার ভেঙে ৮২৬ জন আসামি পালানোর সময় সেই সুযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া পালিয়ে নিজ বাড়িতে চলে এসেছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান

শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত

কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি

লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
