বুধবার থেকে আগের সময়ে ফিরছে ব্যাংক ও পুঁজিবাজার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪


বুধবার থেকে আগের সময়ে ফিরছে ব্যাংক ও পুঁজিবাজার
ফাইল ছবি

দেশের পরিস্থিতির উন্নতি হওয়ায় অফিস-আদালতের ন্যায় আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে ব্যাংক ও পুঁজিবাজার।


মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন ।


কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বুধবার থেকে দেশের সকল ব্যাংকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে।


আরও পড়ুন: ২৭ দিনে রেমিট্যান্স এলো ১৫৬ কোটি ডলার


৫ দিন সীমিত সময়ে লেনদেনের পর দেশের পুঁজিবাজারও স্বাভাবিক সূচিতে ফিরছে। বুধবার থেকে আগের মত সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, “ব্যাংক বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করলে পুঁজিবাজারও আড়াইটা পর্যন্ত লেনদেন করবে, আমাদের প্রস্তুতি আছে।”


আরও পড়ুন: বেশি দরে ডলার কেনার নির্দেশ ব্যাংকগুলোকে


এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে  সহিংসতায় গেল ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়ে দেশ। একের পর এক হতাহতের ঘটনা ও বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চলানোয় উদ্বেগ ছড়ায়। পরদিন ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ শুরু হয়। সেই সাথে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুন অফিস খোলে, ব্যাংক ও পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়। ওই দফায় ২ দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন চলে। আর পুঁজিবাজারে লেনদেন চলে বেলা ২টা পর্যন্ত। কারফিউ শিথিলের সময় বাড়ানো হলে এ সপ্তাহের রবি থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন হয় ব্যাংকে। আর পুঁজিবাজারে লেনদেন হয় দুপুর ২টা পর্যন্ত।


এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে দেশের সরকারি-বেসরকারি সব অফিস।


জেবি/এসবি