রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় কামাল আহমেদ (৪০) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ জুলাই) রাত ৯টায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি বলেন, রাত ৯টার দিকে কাটাসুর এলাকায় দুর্বৃত্তরা কামাল আহমেদ নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামাল আহমেদ ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন।
জেবি/আজুবা
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মুরাদনগরের আলোচিত সেই ধর্ষণকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো র্যাব

পবিত্র আশুরা উপলক্ষে মানতে হবে কিছু নিষেধাজ্ঞা: ডিএমপি

এভসেকের নতুন ইউনিফর্ম উদ্বোধন করলেন বেবিচক চেয়ারম্যান

রাজবাড়ীতে মাদক-সন্ত্রাসের ভয়াল ছোবল, ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান
