এই ধরনের অবস্থা সৃষ্টি হবে ভাবতে পারিনি: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, অনেকগুলো প্রাণ শেষ হয়ে গেছে বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি কোনোদিন ভাবতে পারিনি, এই সময় এই ধরনের অবস্থা সৃষ্টি হবে। আর সেখানে এতগুলো তাজা প্রাণ যাবে।
বুধবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।
আরও পড়ুন: জাতীয় মৎস্য পদক নিলেন ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা আরও বলেন, কষ্টের বিষয় হলো, যেখানে কোনো ইস্যুই ছিল না.. যে কোটা আমি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলাম... হাইকোর্টের রায় এটাকে যখন আবার নিয়ে আসা হয়, তখন আমরা সরকারের পক্ষ থেকে আপিল করি। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বঞ্চিত সেনা কর্মকর্তা ও চাকরিচ্যুত নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম ৩০ মিনিটে হিট এক কোটি ২৩ লাখ, বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট

নির্বাচন কখন-কেমন হবে, মার্কিন সিনেটরকে জানালেন ড. ইউনূস
