ভারী বর্ষণে প্লাবিত বাগেরহাট শহরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪


ভারী বর্ষণে প্লাবিত বাগেরহাট শহরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল
ছবি: প্রতিনিধি

বাগেরহাট শহরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল থেমে থেমে হালকা ও ভারী বর্ষণে ডুবে গেছে। 

বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার দিনভর এই সময়ে থেমে থেমে হালকা ও ভারী বর্ষণ হয়।


আরও পড়ুন: বাগেরহাটে সরকারী হাসপাতালের নারী স্টাফকে মারধর করলেন যুবলীগ নেতা


এছাড়া বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা পৌর এলাকাসহ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল হাটু পানিতে প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতে মোংলা বন্দরে জারি করা হয়েছে ৩নং সতর্ক সংকেত। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরা ফিশিং ট্রলারগুলো সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।


গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহাওয়া অফিস। টানা বর্ষণে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। এছাড়া জেলার অধিকাংশ নিম্নাঞ্চল হাটু পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বসত বাড়ীতে পানি উঠে গেছে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবের কারনে আরো দুই দিন ভারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহওয়াবিদ হারুন অর রশিদ।


আরও পড়ুন: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি, আটক ৬


সরজমিনে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভারি বৃষ্টিপাতে শহরের প্রধান বাজার, শালতলা মোড়, সাধানার মোড়, রাহাতের মোড়, কাজি নজরুল ইসলাম রোড়, মিঠাপুর পাড়, পরাতন বাজার, পোষ্ট অফিস মোড়সহ প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা অপযার্প্ত থাকায় এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে বাগেরহাট পৌরবাসির অভিযোগ।


এসডি/