ভোলায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪
কোটা আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় ভোলায় আজ বৃষ্টির মধ্যেই দোয়া মাহফিল ও গণআন্দোলন কর্মসূচি পালন করেছে কোটা আন্দোলনকারি শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) জুম্মা নামাজ পরবর্তী জেলা শহরের সদর বরিশাল দালান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোড ঘুরে নতুন বাজার হয়ে ভোলা-বরিশাল-লক্ষীপুর মহাসড়কের ট্র্যাফিক চত্বরে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: ভোলায় অতিরিক্ত যাত্রী বহন, ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা
সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে সহিংসতায় নিহতের প্রতিবাদ, নয় দফা দাবি বাস্তবায়ন এবং গ্রেফতার ছাত্রদের মুক্তির দাবি জানান তারা। এসময় কিছু সময়ের জন্য ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
তবে শহর জুড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারি গণমাধ্যম কে জানান, শিক্ষার্থীরা কর্মসূচি শেষে বাড়ি ফিরে গেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা জেন না ঘটে সে ব্যাপারে থানা পুলিশ সজাগ দৃষ্টি রাখছে।
এসডি/