Logo

ভোলায় অতিরিক্ত যাত্রী বহন, ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ০৫:২৩
39Shares
ভোলায় অতিরিক্ত যাত্রী বহন, ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা
ছবি: সংগৃহীত

মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভোলা-ঢাকা রুটের দুটি লঞ্চ ও ইজারাদের ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১.৩০টা হতে বেলা ২.০০টা পর্যন্ত ইলিশা লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষন ইত্যাদি মনিটরিং করা হয়।

বিজ্ঞাপন

নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করায় দোয়েলপাখি-১ ও দোয়েলপাখি-১০ লঞ্চকে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয় জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ জানান, যাত্রীর জীবনের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। 

বিজ্ঞাপন

এছাড়াও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইলিশা তালতলি ঘাটের ইজারাদের সরয়ারদির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কর্মস্থলে থাকা তিন লাখের অধিক যাত্রী প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ভোলায় আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী হয়েই ফিরছেন মানুষ।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD