ভোলায় অতিরিক্ত যাত্রী বহন, ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪
ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভোলা-ঢাকা রুটের দুটি লঞ্চ ও ইজারাদের ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এ জরিমানা করেন।
জেলা প্রশাসন মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১.৩০টা হতে বেলা ২.০০টা পর্যন্ত ইলিশা লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ভোলায় ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৩
এসময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষন ইত্যাদি মনিটরিং করা হয়।
নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করায় দোয়েলপাখি-১ ও দোয়েলপাখি-১০ লঞ্চকে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয় জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ জানান, যাত্রীর জীবনের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে কৃষকের ৮ গরুসহ ১১ ছাগল পুড়ে ছাই
এছাড়াও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইলিশা তালতলি ঘাটের ইজারাদের সরয়ারদির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কর্মস্থলে থাকা তিন লাখের অধিক যাত্রী প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ভোলায় আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী হয়েই ফিরছেন মানুষ।
এমএল/