যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪


যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ গোটা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।


শনিবার দুপুরে (৩ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।


বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেওয়া সতর্কবার্তায় দূতাবাস বলছে, “প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং জমায়েতের আহ্বান অব্যাহত রয়েছে। রবিবার (৪ আগস্ট) থেকে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে বলেও আমরা অবগত হয়েছি। সামনের দিনগুলোতেও এই বিক্ষোভ চলবে বলে আশঙ্কা রয়েছে।”


আরও পড়ুন: আওয়ামী লীগের সঙ্গে বসার আহ্বান প্রত্যাখান করল আন্দোলনকারীরা


“চলমান আন্দোলনের অনিশ্চিত গতি-প্রকৃতি এবং সরকারি প্রতিক্রিয়ার কারণে, মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। এছাড়াও বিক্ষোভ এড়িয়ে চলা এবং যেকোনো বড় সমাবেশে সতর্ক থাকা উচিত।”


আরও পড়ুন: কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী



বাংলাদেশে কোনও মার্কিন নাগরিক অনিরাপদ বোধ করলে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়। যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে। 


জেবি/এসবি