শিক্ষার্থী-অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪


শিক্ষার্থী-অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান
ফাইল ছবি

দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত অসহযোগ আন্দোলন চলছে।


রবিবার (৪ জুলাই) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যাচ্ছে।


আরও পড়ুন: আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি: পলক


এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।


রবিবার (৪ জুলাই) সরকারি এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।


আরও পড়ুন: মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপও

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”


জেবি/এসবি