পরিবহনশূন্য রাজধানীর সড়ক, ফাঁকা প্রবেশপথ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৪


পরিবহনশূন্য রাজধানীর সড়ক, ফাঁকা  প্রবেশপথ
ছবি: সংগৃহীত।

অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে রবিবার সন্ধ্যা ৬টা থেকে এজন্য পুলিশের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীরা আজকের ‘মার্চ টু ঢাকা’ সফল করার জন্য সবাক ঢাকায় আসার আহ্বান জানিয়েছে। এজন্য ঢাকার সবগুলো প্রবেশপথে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে আমিনবাজার ব্রিজ।


সোমবার (৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা যায়, কারফিউ জারি করার কারণে রাস্তা একেবারে ফাঁকা। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। তবে ক্ষণে ক্ষণে কিছু মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত রিকশা দেখা মিলছে। গাবতলীর চিরচেনা রূপ আজ নেই। বাস কাউন্টারগুলোর বন্ধ। একেবারে শুনসান নীরবতা বিরাজ করছে এই এলাকায়।



আরও পড়ুন: সরকারের পদত্যাগে এক দফা ঘোষণা আন্দোলনকারীদের


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর শনির আখড়ার অংশ ফাঁকা রয়েছে। এ মুহূর্তে মহাসড়কে অল্প সংখ্যক রিকশা, অটোরিকশা ছাড়া কিছুই চলাচল করছে না। লোকজনের চলাফেরাও কম। ফলে এই এলাকায় একরকম নীরবতা বিরাজ করছে। 


সরেজমিনে দেখা যায়, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল খুব কম। রাস্তায় কিছু সংখ্যক রিকশা, অটোরিকশা চলাচল করছে। প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না।


আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন


এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীদের ঘোষিত আজকের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে এ মহাসড়কের বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। ঢাকার বিভিন্ন প্রবেশপথে তাদের কঠোর অবস্থান রয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকারের পদত্যাগের দাবি ও অসহযোগ আন্দোলনকে ঘিরে রোববার ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘাত-সংঘর্ষ ও বহু সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।  


আরএক্স/