রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৪


রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান
ফাইল ছবি

সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


সোমবার (৫ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়।


আরও পড়ুন: জনগণের উদ্দেশে বেলা ৩টায় ভাষণ দেবেন সেনাপ্রধান


বৈঠক শেষে দিন বিকেল ৩ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান।


এর আগে, আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের ভাষণের আগ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়।


আরও পড়ুন: সবাই শাহবাগ আসুন, সমাবেশ হবে: সমন্বয়ক আসিফ


শনিবার (৩ আগস্ট) সেনাপ্রধান বলেন, “যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।”


জেবি/এসবি