মিছিলে সয়লাব হয়েছে ঢাকার রাজপথ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৪


মিছিলে সয়লাব হয়েছে ঢাকার রাজপথ
ছবি: সংগৃহীত

লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর রাজপথ দখলে নিয়েছেন আন্দোলনকারী ছাত্রও জনতা। বিভিন্ন এলাকা দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার স্রোত শাহবাগ অভিমুখে যাচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব রাস্তা খুলে দিয়েছে। তারা আন্দোলনকারীদের কোথাও কোনো বাধা দিচ্ছেন না।


সোমবার (৫ আগস্ট)  দুপুর ২টার পর থেকেই  সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী, শাহবাগ, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মোহাম্মদপুর, মহাখালী, গাবতলীসহ ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল। 


আরও পড়ুন: সরকারের পদত্যাগে এক দফা ঘোষণা আন্দোলনকারীদের


সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার বিক্ষোভের খবর মেলে। 


তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়ে। দুপুর দেড়টার দিক থেকে রাস্তায় নামতে থাকে হাজারো জনতা। এর আগেই অবশ্য আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়।


আরএক্স/