শিক্ষার্থীদের উদ্দেশে আসিফ নজরুলের বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৪
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্দোলনরত ছাত্রজনতাকে ধৈর্য ধরতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
আসিফ নজরুল বলেন, “আমরা এখন আর্মি চিফের (সেনাবাহিনীর প্রধান) সঙ্গে একটা আলোচনায় আছি। আমি যতটুকু উনার (সেনাপ্রধান) সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা; তা উনি বুঝতে পেরেছেন।”
আরও পড়ুন: অন্তবর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে: সেনাপ্রধান
তিনি আরও বলেন, “আশা করছি, আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। ছাত্র, জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখেন, ধৈর্য ধরেন। এ দেশটা আমাদের। এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হবো ।”
আরও পড়ুন: দেশ ছেড়েছেন শেখ হাসিনা
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাঁকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে।
সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যে যেহেতু দাবি পূরণ হয়ে গেছে এজন্য ছাত্রজনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।”
জেবি/এসবি