রাত ৮টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবেন সমন্বয়করা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা দেশ ছেড়েছেন। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।
এদিকে সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তবর্তী জাতীয় সরকার গঠনের কথা জানিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এরপরই এদিন রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরও পড়ুন: মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টেলিভিশন চ্যানেলের এক লাইভ অনুষ্ঠানে জানায়, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।
আরও পড়ুন: মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়
এর আগে এদিন সন্ধ্যার মধ্যে নিরপরাধ সবার মুক্তির দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান।
জেবি/এসবি