শরীয়তপুরে ১১ দফা দাবিতে পুলিশের বিক্ষোভ মিছিল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪


শরীয়তপুরে ১১ দফা দাবিতে পুলিশের বিক্ষোভ মিছিল
ছবি: প্রতিনিধি

দেশের বিভিন্ন থানায় হামলা-সহকর্মীদের হত্যার প্রতিবাদে পুলিশ লাইনের ব্যারাকের সামনে থেকে কর্মরত পুলিশের শতাধিক উপপরিদর্শক, সহকারি পরিদর্শক ও কনস্টেবল বিক্ষোভে অংশ নেন। মিছিলটি পুলিশ লাইনের মূল ফটকের কাছে এসে শেষ হয় পরে সেখানে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। অনির্দিষ্টকালের জন্য ১১ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশ সদস্যরা। 


আরও পড়ুন: শরীয়তপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ


বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় সারা দেশের পুলিশের সাথে একত্ত্বতা পোষণ করে কর্মবিরতি ঘোষণা করেছে জেলা পুলিশের সদস্যরা। 


আরও পড়ুন: ‘শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল’


গণমাধ্যমকে বিক্ষাভকারী পুলিশ সদস্যরা জানান, গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুণ্ন হয়েছে। যার ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। আমাদের ১১দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কর্ম ফিরবোনা। 


এসডি/