রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এখান থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এদিন সকাল থেকেই রাষ্ট্রীয় এই অতিথি ভবনটি ঢেলে সাজানো হচ্ছে। ভেতরে বেশ কিছু আসবাবপত্রও নতুনভাবে বসানো হয়েছে। বিকালে তিনি এ ভবনে উঠবেন। ভবনটি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত।
পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে আলিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে। এর ফলে এই দুই জায়গায় আপাতত অফিস করা বা বসবাস করার মতো পরিবেশ নেই।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি
প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন প্রস্তুত করার সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে গড়ে তোলার কাজ করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
আরও পড়ুন: বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ: ড. ইউনূস
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা সংবাদমাধ্যমকে বলেন, “এবারও প্রধান উপদেষ্টার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল থেকেই কাজ শুরু হয়েছে। পিডাব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের নেতৃত্ব দিচ্ছেন।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে: টুকু

আওয়ামী লীগ বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’: মাহফুজ আলম

কমিশন প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার: তথ্য উপদেষ্টা

র্যাব-এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
