বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ পিএম, ৮ই আগস্ট ২০২৪

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ।”
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে, এদিন দুপুর ২টার ১০ মিনিটের দিকে বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।
আরও পড়ুন: দেশে মাটিতে পা রাখলেন ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।”
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের শপথ আজ
তিনি বলেন, “আজকে আমার আবু সাঈদের (রংপুরে গুলিতে নিহত বেগম রোকোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁধে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তার কার্গো ফ্লাইট

ফেসবুক পোস্টে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা
