ঢাবি উপাচার্য মাকসুদ কামালের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এ ছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন ৭টি হলের প্রভোস্ট।
শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
একটি সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা উপাচার্য। এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
আরও পড়ুন: প্রধান বিচারপতির পদত্যাগ
যে ৭টি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, জানালেন ড. আসিফ নজরুল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হল।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
জেবি/এসবি