দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪
দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না বলে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “সুতরাং দুর্নীতিকে মেনে নেওয়ার কোনো উপায় নেই। রক্তক্ষয়ী গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) মানা হবে।”
আরও পড়ুন: প্রধান বিচারপতির পদত্যাগ
শনিবার (১০ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, জানালেন ড. আসিফ নজরুল
মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম হিসেবে শিল্প উৎপাদনে গ্যাসসংকট সমাধানকে মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আদিলুর রহমান খান বলেন, “গ্যাস সংকটে সার উৎপাদনসহ অন্যান্য শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, “সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। আন্দোলনে ছাত্রজনতার যে ম্যান্ডেট, সে বিষয়ে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো।”
জেবি/এসবি