ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি তোলা যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ পিএম, ১১ই আগস্ট ২০২৪

দেশের ব্যাংকগুলোতে একজন গ্রাহক একটি হিসাব থেকে ২ লাখ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না
শনিবার (১০ আগস্ট) রাতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ
নির্দেশনা অনুসারে, একজন গ্রাহক নগদ দুই লাখ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা ব্যাংক থেকে ব্যাংক, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া কোনও ব্যবসায়ীরা বেতন-ভাতা পরিশোধের জন্য এবং প্রবাসীরা নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে।
আরও পড়ুন: চার ডেপুটি গভর্নরসহ ৬ কর্মকর্তার পদত্যাগ
জানা যায়, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ রয়েছে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) সর্বোচ্চ ১ লাখ টাকা উঠানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা

আমাদের একটু সময় দেন, পক্ষপাতিত্ব না করে সমাধান করব: জ্বালানি উপদেষ্টা

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম
