অবশেষে পদ ছাড়লেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪
সরকার পতনের পর পরিবর্তনের ধাক্কায় এবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লিয়াকত আলী লাকী।
সোমবার (১২ আগস্ট) লিয়াকত আলী লাকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
আরও পড়ুন: ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল ফয়জুর
প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করেছেন লিয়াকত আলী লাকী। গত ২০১১ সালে এই পদে দায়িত্ব পান তিনি। পরে গত ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার বৃদ্ধি করা হয়। শিল্পকলা একাডেমির ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন। সাংস্কৃতিক অঙ্গনে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। এমনকি দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছে।
আরও পড়ুন: এখনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না
বর্তমানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিও লিয়াকত আলী লাকী। এছাড়া এ পদে দায়িত্ব পালন করতে গিয়েও তিনি বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে “ঢাকা থিয়েটার” সে সময় ফেডারেশন থেকে বেরিয়ে আসে। এতে নাট্যকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।
গেল বছর সাধারণ নাট্যকর্মীবৃন্দের ব্যানারে লাকীর অপসারণের দাবিতে সংস্কৃতিকর্মীদের আন্দোলন করতে দেখা গেছে।
জেবি/এসবি