Logo

গ্রাম পুলিশের চাকরি স্থায়ীকরণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৪, ০৫:০৩
84Shares
গ্রাম পুলিশের চাকরি স্থায়ীকরণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস
ছবি: সংগৃহীত

তিনি গ্রাম পুলিশের সামনে এসে তাদের দাবি-দাওয়ার সব কাগজপত্র গ্রহণ করেন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে প্রবেশের আগে এ আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে বঙ্গভবন ও রাজউকের সামনের অংশে জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে গ্রাম পুলিশের সদস্যরা স্লোগান দিতে থাকেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠানের আয়োজন চলছিল।

বিজ্ঞাপন

এমতাবস্থায় বঙ্গভবনে প্রবেশের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি গ্রাম পুলিশের সামনে এসে তাদের দাবি-দাওয়ার সব কাগজপত্র গ্রহণ করেন। পরে গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আপনাদের বক্তব্য শুনলাম, আর আপনাদের লিখিত বক্তব্যগুলো নিয়ে গেলাম। রবিবার (১৮ আগষ্ট) অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করব। প্রয়োজনে আপনারাও সেখানে আসতে পারেন। সংশ্লিষ্ট সচিবসহ সবাইকে নিয়ে বসে আমরা আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখবো। সম্ভব হলে সবটুকুই বাস্তবায়ন করব।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি বলছি না, বসার পর দিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতটুকু বলতে পারি, আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করব। সর্বোচ্চ করার জন্য চেষ্টা করব। আপনারা এখন রাস্তা ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসের ভিত্তিতে গ্রাম পুলিশের সদস্যরা সড়ক ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD