রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন সাবেক আইনমন্ত্রী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি। এমনটাই জানা গেছে।
শুক্রবার (১৭ আগস্ট) আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল।
জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন আনিসুল হক। এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান আনিসুল হক। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। পুলিশের কোনও প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী। প্রশ্ন করা হলে শুধু হেসেছেন।
আরও পড়ুন: চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের শাহবাগ অবরোধ
ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার (১৪ আগস্ট) গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে যা বললেন ড. ইউনূস
বুধবার (১৫ আগস্ট) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন।
গ্রেফতার সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান বলেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি কিছু থাকে-আমার যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলব।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জাতীয় ঈদগাহের ঈদ জামাতে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টা

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

জেলা প্রশাসকদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা

২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ
