সেন্টমার্টিনে কোস্টগার্ড -এর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪


সেন্টমার্টিনে কোস্টগার্ড -এর  উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।


আরও পড়ুন: কক্সবাজারে সাবেক হুইপ, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা


সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দীন এই কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সোমবার সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। যেখানে ২৪০ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী প্রদান করে।


আরও পড়ুন: কক্সবাজারে ‘বিদ্যুৎস্পৃষ্ট’ বন্যহাতির মৃত্যু


বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লে. কমান্ডার আসিফ খানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।


এসডি/