বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪


বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা
ছবি: সংগৃহীত

পুলিশের আলোচিত তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 


বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক ৩ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 


যে কর্মকর্তাদের অবসরে গেলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান ও পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন।


আরও পড়ুন: দেশের ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার


রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে সই করেন।


আরও পড়ুন: ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে: সারজিস


প্রজ্ঞাপন ৩টিতে বলা হয়েছে, “সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।”


জেবি/এসবি