একনেকে ৪৫ হাজার কোটির বেশি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৪৫ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ের ২৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য, যোগাযোগ, জ্বালানি, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দিয়ে এসব প্রকল্পে সরকারি অর্থায়ন, বৈদেশিক ঋণ ও সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থ জোগান দেওয়া হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন পায়।
অনুমোদিত ২৫টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে— সরকারি তহবিল থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় করা হবে।
প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টির মেয়াদ বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
সভায় উত্তরের জনপদের মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ১ হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিশেষায়িত চিকিৎসা সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
জ্বালানি খাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাবও একনেকে অনুমোদন পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দ্বিতীয় সংশোধিত প্রকল্পে সায় দেওয়া হয়েছে। পাশাপাশি দোহাজারী-রামু-কক্সবাজার রুটে সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণের সংশোধিত প্রকল্পও অনুমোদন পেয়েছে।
তরুণদের দক্ষতা উন্নয়ন ও আইটি খাতে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের বিকল্প শিক্ষার আওতায় আনার উদ্যোগেও সবুজ সংকেত দিয়েছে কমিটি।
বিজ্ঞাপন
সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র’ এবং খুলনা নভোথিয়েটার—এই দুটি প্রকল্প অসমাপ্ত অবস্থাতেই সমাপ্ত ঘোষণা করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
একনেক সভায় পরিকল্পনা, অর্থ ও পররাষ্ট্র খাতের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সব মিলিয়ে, বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







