Logo

সুষ্ঠু নির্বাচন আয়োজনে কূটনীতিকদের আস্থা রয়েছে: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৪:২৩
সুষ্ঠু নির্বাচন আয়োজনে কূটনীতিকদের আস্থা রয়েছে: সিইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে কমিশনের ওপর তারা সর্বোচ্চ আস্থা রেখেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিভিন্ন মিশনের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন ও সম্ভাব্য গণভোটের প্রস্তুতি সম্পর্কে কূটনৈতিক মহলকে অবহিত করতে নির্বাচন কমিশন এ বৈঠকের আয়োজন করে। তবে ব্রিফিং চলাকালে নিরাপত্তা ও আনুষ্ঠানিকতার কারণে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত রাখা হয়।

বিজ্ঞাপন

সিইসি বলেন, বৈঠকে নির্বাচন আয়োজনের রোডম্যাপ, ভোটগ্রহণের প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিশ্চিতের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদেশি প্রতিনিধিরা কমিশনের প্রস্তুতি পর্যবেক্ষণ করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নির্বাচন পরিচালনায় কমিশনের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। এজন্য আইনশৃঙ্খলা, প্রশাসনিক প্রস্তুতি এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্রিফিংয়ে নির্বাচনী আইনি কাঠামো, ভোট পরিচালনার পদ্ধতি, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের নীতিমালা এবং নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পরিকল্পনাও কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

সিইসি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এ সভায় চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ ধরনের মতবিনিময় নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD