নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধিসহ জাতিসংঘের কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশনের সব সদস্য একসঙ্গে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, ভোটগ্রহণ প্রক্রিয়ায় আস্থা বাড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ ও সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের আগ্রহ ও পর্যবেক্ষণের প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন আশা করছে, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ ধরনের সংলাপ ইতিবাচক ফল বয়ে আনবে।








