Logo

গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: আলী রীয়াজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৬:৫০
গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই সনদ থেকে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হয়েছে—এ ধরনের দাবি সঠিক নয়। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আলী রীয়াজ বলেন, জুলাই সনদে কোথাও ‘বিসমিল্লাহ’ তুলে দেওয়া হয়নি এবং এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তার ভাষায়, “জুলাই সনদ শহীদদের আত্মত্যাগের মাধ্যমে রচিত একটি দলিল।” তিনি উপস্থিতদের উদ্দেশে গণভোট সম্পর্কে জনসাধারণকে সচেতন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও বক্তব্য দেন। তিনি বলেন, গণভোটকে ঘিরে ‘বিসমিল্লাহ’ বা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে প্রচারণা চলছে, তা সঠিক নয়। এসব বিষয় নিয়ে ছড়ানো তথ্যকে তিনি “মিথ্যা প্রচার” হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সম্মেলনে বক্তারা গণভোটকে গুরুত্বপূর্ণ জাতীয় প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন এবং জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD