Logo

২ মাস পর আবার চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ২০:৫২
২ মাস পর আবার চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে নাগরিকদের জন্য এই সেবা পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর ফলে এখন থেকে আগের মতোই ভোটাররা নাম, ঠিকানা, বয়স, ছবি বা অন্যান্য তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পোস্টাল ভোট নিবন্ধন, প্রার্থীদের চূড়ান্তকরণ এবং ভোটসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ চলছিল। এসব কার্যক্রমের কারণে এনআইডি সংশোধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু বিশেষ প্রযুক্তিগত ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। তাই নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ সংশোধন সেবা বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) ব্যবস্থা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রস্তুতি চলছিল। এসব কার্যক্রম শেষ হওয়ায় এখন নিয়মিত সেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন এবং নির্বাচনী মাঠে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হওয়ায় এনআইডি সংশোধন আবার স্বাভাবিক ধারায় ফিরেছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে ভুল তথ্য প্রদান বা ইচ্ছাকৃতভাবে পরিচয়পত্রের তথ্য পরিবর্তনের অপচেষ্টা ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রাখে নির্বাচন কমিশন। নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি।

বিজ্ঞাপন

এনআইডি সংশোধন বন্ধ থাকায় অনেকেই নাম, জন্মতারিখ বা ঠিকানার ভুল ঠিক করতে না পেরে ভোগান্তিতে পড়েছিলেন। সেবা চালু হওয়ায় এখন তারা দ্রুত প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগের নিয়ম অনুযায়ী অনলাইন বা নির্ধারিত অফিসে গিয়ে আবেদন করা যাবে এবং পর্যায়ক্রমে সব আবেদন নিষ্পত্তি করা হবে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার পর এনআইডি সংশোধন সেবা পুনরায় সচল হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD