কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান মৃত্যুর পর তার প্যারোলে মুক্তির আবেদন নিয়ে উঠা প্রশ্নের জবাব দিতে রাজি হননি কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখেও তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে শুধু কৃষি সংক্রান্ত আলোচনায় সীমাবদ্ধ থাকার কথা জানান। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কৃষি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ব্রিফিং শেষ করে উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করার সুযোগ দিলে একজন প্রতিবেদক যশোরে ঘটে যাওয়া ওই ঘটনার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। তবে প্রশ্ন শুনেই তিনি স্পষ্টভাবে বলেন, আমি কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না।
বিজ্ঞাপন
এ সময় আরেক সাংবাদিক স্মরণ করিয়ে দেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন। জবাবে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র বিষয়ক আলাদা সময় হলে সে বিষয়ে কথা বলবেন।
এক পর্যায়ে একজন সাংবাদিক তাকে ‘দায়বদ্ধতার’ প্রসঙ্গ তুললে তিনি সেটিও নাকচ করে দেন। ব্রিফিং কেবল কৃষি সংক্রান্ত বিষয় নিয়েই সীমাবদ্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, আজকে আমি কৃষির জন্য ডেকেছি। কৃষি ছাড়া বলব না। আপনারা কৃষির ওপর প্রশ্ন করবেন। কৃষকদের সমস্যা নিয়ে কথা বলা দরকার।
আরেক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগের নামে কাউকে জামিন না দেওয়ার বিষয় নয়; বরং অপরাধীদের জামিন দেওয়ার বিরোধিতার কথা বলেছেন তিনি। এরপর আবার যশোরের ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠলে তিনি আর কোনো উত্তর না দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন।
বিজ্ঞাপন
সম্প্রতি স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর পর বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা সরাসরি উত্তর এড়িয়ে যান।
ঘটনাটি নিয়ে ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।







