পদত্যাগ করলেন নোবিপ্রবি উপ-উপাচার্য
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:২০ পিএম, ২১শে আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।
বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নোবিপ্রবি উপাচার্য
পদত্যাগের কারণ হিসেবে ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে আমি পদত্যাগ করেছি। আমি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।
জানা গেছে, গত ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবির মুখে একে একে সবাই পদত্যাগ করেন। তবে রেজিস্ট্রারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এসডি করা হয়।
আরও পড়ুন: নোবিপ্রবিতে উপাচার্য, উপ-উপাচার্য পদত্যাগের দাবিতে আমরণ অনশনের হুশিয়ারি
এর আগে ২০২১ সালের ২৫ আগষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান। ততকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে আচার্য মো. আবদুল হামিদ তাকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ডাকসু ভিপি পদে লড়বেন তাহমিনা, লক্ষ্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত, রবিবার থেকে ‘ব্রেক দ্য সাইলেন্স’

ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা

শাবিপ্রবিতে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর বিক্ষোভ, ৩ দফা দাবিতে সরব শিক্ষার্থীরা
