বন্যার পানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাঁটুপানিতে তলিয়ে গেছে। এতে সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এই মহাসড়কে যানজট শুরু হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন ফেনী, মানুষের দুর্ভোগ চরমে
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
ট্র্যাক চালক জান্নাতুর রহমান পাপ্পা জানান, আমি ঝিনাইদহ থেকে আসছি আমার গাড়িতে কাঁচা মাল আছে কিন্তু কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি। ফলে গাড়ি চালাতে অনেক হচ্ছে।
আরও পড়ুন: দেশের ৮ জেলায় বন্যা, আরও বিস্তৃত হতে পারে
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
আরএক্স/