ত্রিপুরায় ব্যারাজ বন্ধ করায় কমছে খোয়াই নদের পানি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪


ত্রিপুরায় ব্যারাজ বন্ধ করায় কমছে খোয়াই নদের পানি
ছবি: প্রতিনিধি

ত্রিপুরায় ব্যারাজ বন্ধ করায় হবিগঞ্জের খোয়াই নদের পানি কমতে শুরু করেছে। ভারত থেকে নেমে আসা পানি ও টানা বর্ষণে গতকাল বৃহস্পতি ও আগের দিন বুধবার খোয়াই নদ বিপৎসীমার ওপর দিয়ে বইছিল।


বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে ভারতের ত্রিপুরায় চাকমা গেট নামে খোয়াই নদের ব্যারাজ বন্ধ করা হয়। এরপর থেকে শুরু করে পানি কমতে। তাতে স্থানীয় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি নেমে আসে।


আরও পড়ুন: দেশে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন এই তথ্য জানিয়েছেন। 


শামীম হাসনাইন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যারাজ বন্ধ করার পর থেকে খোয়াই নদের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। ব্যারাজ বন্ধ না হলে পানি উপচে বা বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করত।


আরও পড়ুন: বন্যায় পূর্বাঞ্চলের যেসব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা


নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন আরও বলেন, পানি কমলেও এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে।


আরএক্স/