অবশেষে চালু হলো মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪
ছাত্র-জনতার আন্দোলন ঘিরে জননিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ঠিক ৩৭ দিন পর সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে মেট্রোরেল।
রবিবার (২৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়ুন: রবিবার থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল
গতকাল ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানিয়েছিলেন, বৃহস্পতিবার ও শুক্রবার মেট্রোরেল ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) দেওয়া হয়েছে। রবিবার মেট্রোরেল চালু করা সম্ভব।
প্রকাশিত সময় সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো রেল দুটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো রেলসমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
আরএক্স/