সমন্বয়ক হাসনাতকে দেখতে ঢাকা সিএমএইচে বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সিএমএইচে চিকিটসাধীন রয়েছেন। তার খোঁজখবর নিতে সিএমএইচে যান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আরও পড়ুন: পাল্টে গেল শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম
মঙ্গলবার (২৭ আগস্ট) সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন: সাবেক ডিবি প্রধান হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
উল্লেখ্য, গত রবিবার রাতে আনসার সদস্যদের হামলায় আহত হয়ে কমপক্ষে ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসাধীন ছিলেন হাসনাতও। পরে তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়।
জেবি/এসবি