বায়তুল মোকাররমের নতুন খতিব ড. ওয়ালিয়ুর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪


বায়তুল মোকাররমের নতুন খতিব ড. ওয়ালিয়ুর
হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন।নতুন খতিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান। 


বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। 


হামিদ জমাদ্দার বলেন, “বায়তুল মোকাররমের খতিব ৫ আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি। তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।”


আরও পড়ুন: সূফী-দরবেশ শব্দের উৎপত্তি যেভাবে


জানা যায়, হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বিগত দুই জুমাতেও খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস (৫ম গ্রেড) পদে ১৮ বছর ধরে কর্মরত। ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।


আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তথ্য জানাতে হটলাইন চালু


বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহ-সভাপতি ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান। এছাড়া ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর-৬ মাদ্রাসার অধ্যক্ষ এবং জামিয়া ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য হজরত মাওলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে।


জেবি/এসবি