ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তথ্য জানাতে হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪
ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হামলার বিষয়ে তথ্য জানাতে একটি হটলাইন নম্বর চালু করেছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ নম্বরে ফোন করে বা ক্ষুদেবার্তা পাঠিয়ে জানাতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: অত্যাচারীকে কতটুকু সুযোগ দেন আল্লাহ তায়ালা?
এর আগে এদিন দুপুরের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে হটলাইন চালুর কথা বলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই চালু হলো এই সেবা।
আরও পড়ুন: অন্যায়ভাবে হত্যা করা নিয়ে কী বলছে ইসলাম?
মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর গণমাধ্যমকর্মীদের বিফ্রিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে, তারা মূলত দুর্বৃত্ত। আমরা চেষ্টা করব, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য।”
জেবি/এসবি