ডেঙ্গুতে এক দিনে ৪ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে চার জনের মত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৬ জন।
শনিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: বাইকের মাইলেজ বাড়িয়ে খরচ কমাতে যা করবেন
এতে বলা হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩৩৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৭৮০ জন আর দেশের অন্য বিভাগে বাকি ৫৫৩ জন ভর্তি আছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৪১ জন।
জেবি/এসবি