Logo

জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু বাকৃবির শিক্ষা কার্যক্রম

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৪, ২৪:৩৭
49Shares
জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু বাকৃবির শিক্ষা কার্যক্রম
ছবি: সংগৃহীত

এক মিনিট নীরবতা পালন করে শ্রেণীকার্যক্রমে অংশগ্রহণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করে শ্রেণীকার্যক্রমে অংশগ্রহণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার ক্লাসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটের নীরবতা পালন করেন। এসময় শিক্ষকরাও এতে অংশ নেন।

এ ব্যাপারে বাকৃবির ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আমরা প্রথম ক্লাসে আমাদের শ্রেণীশিক্ষককে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেছি। জুলাই মাসে ছাত্র - জনতার আত্মত্যাগের মাধ্যমেই আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। বিগত বছরগুলোয় দখলদারিত্বের যে রাজনীতি চলতো তা আমাদের সকলের অধিকার হরণ করে নিয়েছিলো। ছাত্র - জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের অধিকার পুনরায় ফিরে পেয়েছি। সেসব শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতেও আহ্বান জানান তিনি। 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD