জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু বাকৃবির শিক্ষা কার্যক্রম


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪


জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু বাকৃবির শিক্ষা কার্যক্রম
ছবি: প্রতিনিধি

গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করে শ্রেণীকার্যক্রমে অংশগ্রহণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।


আরও পড়ুন: বন্যাদুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গবাদিপশুর পাশে বাকৃবি শিক্ষার্থীরা

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার ক্লাসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটের নীরবতা পালন করেন। এসময় শিক্ষকরাও এতে অংশ নেন।


এ ব্যাপারে বাকৃবির ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আমরা প্রথম ক্লাসে আমাদের শ্রেণীশিক্ষককে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেছি। জুলাই মাসে ছাত্র - জনতার আত্মত্যাগের মাধ্যমেই আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। বিগত বছরগুলোয় দখলদারিত্বের যে রাজনীতি চলতো তা আমাদের সকলের অধিকার হরণ করে নিয়েছিলো। ছাত্র - জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের অধিকার পুনরায় ফিরে পেয়েছি। সেসব শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।


আরও পড়ুন: বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত


শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতেও আহ্বান জানান তিনি। 


এসডি/