শুক্রবার মেট্রোরেল চালানোর প্রস্তুতি সম্পর্কে যা জানা গেল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৪


শুক্রবার মেট্রোরেল চালানোর প্রস্তুতি সম্পর্কে যা জানা গেল
ফাইল ছবি

মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে শুক্রবার বিকেলে মেট্রোরেল চালানোর উদ্যোগ নিয়েছে। তবে কোন শুক্রবার থেকে চলবে মেট্রোরেল, সেটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের এমআরটি-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মোহাম্মদ জাকারিয়া সংবাদমাধ্যমকে বলেন, মেট্রোরেলের স্টেশনগুলোয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছুদিন সময় প্রয়োজন। শুক্রবারে মেট্রোরেল চলাচলের বিষয়ে যথেষ্ট কনফিউশন আছে।ডিএমটিসিএল কিংবা সরকারের পক্ষ থেকে কখনো বলা হয়নি যে আজ শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল করবে।


আরও পড়ুন: নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশার দখলে রাজধানী


তিনি বলেন, শুক্রবার মেট্রোরেল চালাতে জোরেশোরে তাদের কাজ চলছে। তিনি আশা করছেন, ২০ সেপ্টেম্বরের (শুক্রবার) মধ্যে সেটা সম্পন্ন করতে পারবেন। তবে হুট করে চালানো শুরু করে আবার কোনো ইস্যুতে মেট্রোরেল চালানো বন্ধ করে দিলে লাখো যাত্রী বেশ বিপাকে পড়বেন। তাই সব দিক গুছিয়ে নিয়েই তারা শুক্রবার মেট্রোরেল পরিচালনা করতে চান।


ডিএমটিসিএল সূত্র থেকে আরও জানা যায়, শুক্রবার মেট্রোরেল চালাতে গেলে অনেক ধরনের প্রস্তুতি দরকার। মেট্রোরেলে অনেক জনবলসংকট রয়েছে। শুক্রবার স্টেশনগুলোতে মাত্র একজন কর্মকর্তা থাকেন। তাই শুক্রবার মেট্রোরেল চালাতে গেলে টিকিট বিক্রি, ট্রেন অপারেটর, স্টাফ সবার কর্মঘণ্টা আগে পুনর্বণ্টন করতে হবে। ডিউটি রোস্টারও করতে হবে।ডিএমটিসিএলের কর্মীরা প্রতি কর্মদিবসে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রোরেল স্টেশনে কর্মরত থাকেন। সম্প্রতি মেট্রোরেলের অধস্তন কর্মচারীরা বেতন-ভাতা, সুযোগ-সুবিধাসহ সার্ভিস রুল প্রণয়ন করতে ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে রেখেছেন। তাই শুক্রবার মেট্রোরেল চালাতে গেলে তাদের ওভারটাইম দেওয়া হবে, নাকি কর্মীদের কর্মঘণ্টার পুনর্বণ্টন করা হবে, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কর্তাব্যক্তিরা।


আরও পড়ুন: মেট্রোরেল শুক্রবারও চলবে


বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের পথে শেষ ট্রেন ছাড়ে রাত ৮টা ৩৩ মিনিটে। আর মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ১৩ মিনিটে।


এমএল/