রাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৭ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৪


রাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানক। 


শনিবার (৭সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা'দ আহমেদ।


আরও পড়ুন: রাবিতে কাওয়ালী সন্ধ্যা, জনসমুদ্রে পরিনত হলো ক্যাম্পাস


এক লিখিত আদেশে বলা হয় সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক কে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 


ড. মাহবুবর রহমান ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১১ সালে ফ্রান্সের লিয়ন-১ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ৷ 


আরও পড়ুন: রাজশাহীতে মেস মালিকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ


তিনি ২০০৪ সালে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৭ থেকে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 


এমএল/