আগস্টে মূল্যস্ফীতি কমলো ১ দশমিক ১৭ শতাংশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪


আগস্টে মূল্যস্ফীতি কমলো ১ দশমিক ১৭ শতাংশ
ছবি: সংগৃহীত

গত জুলাই মাসের তুলনায় চলতি বছরের আগস্টে ১ দশমিক ১৭ শতাংশ সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।  এতে বর্তমান মূল্যস্ফীতির হার দাঁড়াল ১০ দশমিক ৪৯ শতাংশ।


এর আগে গত জুলাই মাসে এই হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। ২০২৩ সালের আগস্ট মাসে যা ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।


আরও পড়ুন: আগামী বাণিজ্য মেলা কবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা


রবিবার (৮ সেপ্টেম্বর) বিবিএসের মূল্যস্ফীতি সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


আরও পড়ুন: ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা


বিবিএসের তথ্যমতে, আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। আগস্টে দেশের খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। জুলাই মাসে যা ছিল যথাক্রমে ১৪ দশমিক ১০ ও ৯ দশমিক ৬৮ শতাংশ। আর ২০২৩ সালের আগস্ট মাসে এই খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ।


জেবি/এসবি