রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২২ সেপ্টেম্বর


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪


রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২২ সেপ্টেম্বর
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী  রবিবার (২২ই সেপ্টেম্বর) ।


আরও পড়ুন: রাবির নতুন হিসাব পরিচালক অধ্যাপক নির্ঝর রহমান


সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা‘দ আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্তে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ নিম্নভাবে পুনঃনির্ধারিত হয়েছে। স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার( ১০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত। ক্লাস শুরু হবে রবিবার (২২ই সেপ্টেম্বর) থেকে। 


আরও পড়ুন: রাবিতে ৪ হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ


স্নাতক প্রথম বর্ষের ক্লাস গত ১লা জুলাই শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের আন্দোলন ও পরে কোটা আন্দোলনে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে পড়ে। কোটা আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ প্রশাসনিক বডি পদত্যাগ করায় রাবির সকল শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে যে কারণে তাদের আর ক্লাসে ফেরানো সম্ভব হয়নি। 


এসডি/