ভারতীয় ঋণে সব প্রকল্প চলমান থাকবে: উপদেষ্টা সালেহউদ্দিন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪


ভারতীয় ঋণে সব প্রকল্প চলমান থাকবে: উপদেষ্টা  সালেহউদ্দিন
ছবি: সংগৃহীত

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদজানিয়েছেন ভারতীয় ঋণে সব প্রকল্প চলমান থাকবে। তিনি বলেন, প্রকল্পগুলো উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। 


আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা: উপদেষ্টা তৌহিদ


অর্থ উপদেষ্টা বলেন, “ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ট প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের অর্থনীতি, বাণিজ্য এবং প্রযুক্তিগত বিভিন্ন সম্পর্ক রয়েছে। আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বিষয়ে আলোচনা হয়েছে।”


আরও পড়ুন: মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ


পরে ভারতীয় হাইকমিশনার বলেন, “কয়েকটি প্রকল্পের কাজ সাময়িক বন্ধ ছিলো। কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে এবং কাজ শুরু হবে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।”


জেবি/এসবি